Dhaka University Campus, Dhaka-1000
EIIN: 108341 Phone : +880 1309-108341
নীলক্ষেত সরকারি প্রাথমিক বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আবদুল হাকিম মোল্লা সর্ব প্রথম তার সহকর্মী শিক্ষকবৃন্দের সাথে একটি হাই স্কুল প্রতিষ্ঠা করার জন্য আলাপ-আলোচনার মাধ্যমে অগ্রসর হন। এর পর স্থানীয় কয়েকজন উৎসাহী অভিভাবকবৃন্দের সাথে পরামর্শ করে স্কুল প্রতিষ্ঠার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। সেমতে রমনা থানার তৎকালীন শিক্ষা অফিসার মকবুল হোসেন সাহেবের সাথে আলাপ আলোচনার পর স্কুল প্রতিষ্ঠার পূর্ণাঙ্গ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তার পরামর্শ অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ ও জমি ব্যবহার করার জন্য আবেদন পত্রসহ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জনাব বজলুল রহমান, জনাব রহমতুল আলম, জনাব আবুল হোসেন, জনাব বদরুদ্দিন আহম্মদ ১৭-০১-১৯৭৫ ইং তারিখে জেলা শিক্ষা অফিসার মহোদয়ের অফিসে যান এবং তিনি ডি,পি,আই, মহোদয়ের অনুমোদনক্রমে এক বৎসর একটি কক্ষ ব্যবহারের অনুমতি পান। ২৪-০১-১৯৭৫ ইং তারিখে স্থানীয় উৎসাহী অভিভাবকবৃন্দের সহযোগিতায় স্কুল পরিচালনা কমিটি গঠন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জনাব বজলুল রহমান সভাপতি, জনাব বদরুদ্দিন আহম্মদকে সেক্রেটারি করে ১২ সদস্যের একটি স্কুল পরিচালনা কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির মাধ্যমে জনাব মোঃ হাকিম মোল্লাকে অনারারি প্রধান শিক্ষক, এমদাদ আহম্মদ ও মোঃ হানিফ সাহেবকে অনারারি সহকারী শিক্ষক নিয়োগ করা হয়। স্থানীয় কতিপয় হিতৈষী ও পরিচালনা কমিটির সহযোগিতায় ১৩ জন ছাত্র-ছাত্রী ও তিন জন শিক্ষকসহ ০৭-০২-১৯৭৫ তারিখ হতে ষষ্ঠ শ্রেণীর কার্যক্রম শুরু করার মাধ্যমে স্কুলটি প্রতিষ্ঠিত হয়।
১৯৭৬ সনে উক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে একটি টিনের ঘর তৈরী করা হয় এবং তাতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর কার্যক্রম চলতে থাকে। পরবর্তী বছরের অর্থাৎ ১৯৭৭ সনে অষ্টম ও নবম শ্রেণী খোলা হয় এবং আরো ৪ জন শিক্ষক, শিক্ষিকা নিয়োগ করা হয়। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট স্কুলের নিজস্ব জমি ও আর্থিক সাহায্যের জন্য আবেদন পত্র পেশ করা হয়। তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে হাজী মোঃ মহসীন হলের তৎকালীন প্রভোস্ট ডঃ ওয়াদুধুর রহমান সাহেবকে চেয়ারম্যান নিযুক্ত করে ৩ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী সাব কমিটি গঠন করেন। উক্ত সাব কমিটি স্কুল প্রতিষ্ঠিত করার অনুকূলে জোর সুপারিশ পেশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সদয় হয়ে তার সর্বস্তরের কর্মচারীবৃন্দের ছেলে মেয়ে ও পুষ্যদের মাধ্যমিক স্তরে শিক্ষাদানের উদ্দেশ্যে প্রথম ১৬ শতাংশ জমি স্কুলের জন্য বরাদ্দ করেন।
স্কুলটি ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির উত্তরে সোনারগাঁও রোডের (সাবেক রেল লাইন) এর পূর্ব পার্শ্বে মনোরম পরিবেশে অবস্থিত। স্কুলটিতে আধা পাকা লম্বা টিনশেড একটি কাঁচা বেড়াসহ লম্বা টিনশেড ঘর গড়ে তোলা হয়েছিল, তারা বিনা পারিশ্রমিকে দুই বৎসর শিক্ষাদান কার্য পরিচালনা করেছিলেন।
১৯৭৬-৭৭ আর্থিক সনের শেষ অংশে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্কুলের প্রতি দয়াপরবশ হয়ে প্রথম ১০ হাজার টাকা মঞ্জুরী প্রদান করেন, এরপর উক্ত মঞ্জুরী বৃদ্ধি পেয়ে এক লক্ষ সত্তর হাজার টাকায় উন্নীত হয়েছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বিতীয়বার ০৫ শতাংশ ও তৃতীয়বারে ২৯ শতাংশসহ মোট(১৬+0৫+২৯) ৫০ শতাংশ জমি বরাদ্দ করেছিলেন । বর্তমানে বিদ্যালয়টি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হতে কোন মঞ্জুরী গ্রহণ করে না।
ইতিমধ্যে স্কুলটি জুনিয়র স্কুল হিসাবে স্বীকৃতি প্রদানের জন্য শান্তি নগর ভি,ডি,পি,আই, অফিসে যোগাযোগ ও আবেদন পত্র পেশ করে ব্যর্থ হয়। পরে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আবেদন পেশ করিয়া ০১-০১-১৯৭৫ ইং তারিখ হতে নবম শ্রেণী খোলার অনুমতি প্রাপ্ত হয়। ১৯৭৯ সনে সর্বপ্রথম বিশেষ বিবেচনায় ১২ জন শিক্ষার্থী এস,এস,সি, পরীক্ষায় অংশ গ্রহণ করে ১০ জন শিক্ষার্থী পাশ করে। ১৯৮০ সনে বাণিজ্য শাখাসহ তিন শাখায় এস,এস,সি পরীক্ষায় অংশ গ্রহণ করে ভাল ফলাফল করে আসছে। বর্তমানে বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং অভিজ্ঞ ২৩ জন শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থীদের শিক্ষাদানে নিয়োজিত আছেন।